বাসস দেশ-১৩ : মো. এনামউজ্জামান ঢাবি’র রেজিস্ট্রার হলেন

132

বাসস দেশ-১৩
ঢাবি-রেজিস্টার
মো. এনামউজ্জামান ঢাবি’র রেজিস্ট্রার হলেন
ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রেজিস্ট্রার হিসেবে মো. এনামউজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই নিয়োগ দেয়া হয়।এর আগে উচ্চ পর্যায়ের নির্বাচনী বোর্ড তাকে রেজিস্ট্রার পদে নিয়োগের সুপারিশ করে।
উল্লেখ্য,মো.এনামউজ্জামান ঢাবিতে গত ১২ জুলাই ২০১৬ থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮৮ সালে সহকারী রেজিস্ট্রার পদে যোগদান করেন এবং ১৯৯৭ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি লাভ করেন। এছাড়া,২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাসস/সবি/এসএস/১৬৫০/-আসাচৌ