বলিভিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ২ জন নিহত

206

লাপাজ, ৩১ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী বুধবার বলেছেন, প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দু’জন নিহত হয়েছে। এ মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে তার জয়লাভের পর এ সহিংস ঘটনা ঘটে। খবর এএফপি’র।
বলিভিয়ার পূর্বাঞ্চলীয় মন্টারো শহরে সহিংসতার খবরের পর প্রতিরক্ষামন্ত্রী জাভিয়ার জাভালিতা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘সহিংসতায় দু’জনের প্রাণহানি ঘটেছে। এটি অপূরণীয় ক্ষতি।’