বাসস বিদেশ-৩ টুইটার বিশ্বব্যাপী তাদের প্লাটফর্মে নিষিদ্ধ করবে রাজনৈতিক বিজ্ঞাপন

135

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-আইটি-রাজনীতি-সংবাদমাধ্যম
টুইটার বিশ্বব্যাপী তাদের প্লাটফর্মে নিষিদ্ধ করবে রাজনৈতিক বিজ্ঞাপন
ওয়াশিংটন, ৩১ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): টুইটার বুধবার জানিয়েছে, তারা বিশ্বব্যাপী তাদের প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের ভুল তথ্য দেয়া বিষয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে তারা এ পদক্ষেপ নিতে যাচ্ছে। খবর এএফপি’র।
টুইটারে দেয়া এক বার্তায় প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেন, যাচাই না করা বিভ্রান্তিকর তথ্য এবং একেবারে ভুয়া খবর পরিবেশনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান সমস্যার ব্যাপারে কোম্পানিটি মেশিন লানিং বার্তা সংশোধনে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
ডরসি বলেন, টুইটারের নতুন নীতিমালায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে। এ নীতিমালার বিস্তারিত আগামী মাসে প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘আমরা কেবলমাত্র প্রার্থীর বিভিন্ন বিজ্ঞাপন বন্ধের বিষয় বিবেচনায় রেখেছি।’
বাসস/এমএজেড/১১৫০/এমএবি