বাজিস-১৩ : কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন যানবাহন আটক

417

বাজিস-১৩
কুমিল্লা-যানবাহন
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন যানবাহন আটক
কুমিল্লা, ৩০ অক্টোবর ২০১৯ (বাসস) : জেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪২টি ফিটনেসবিহীন ও রেজিস্ট্রেশন বিহীন যানবাহন আটক করে সেগুলো ডাম্পিং স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ আজ যৌথভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও গৌরীপুরে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাইদ।
এসময় বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা মো. আবদুল আউয়াল এবং মটরযান পরিদর্শক শেখ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
ডাম্পিং করা যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন ৩৬টি সিএনজি অটোরিক্সা, ৬টি পিকআপ গাড়ি এবং ১টি মেসি মারুতি। এসব যানবাহন চান্দিনা থানাধীন ডাম্পিং স্টেশনে ধ্বংসের জন্য হস্তান্তর করা হয়।
এ ছাড়াও ভ্রাম্যমান আদালত ৬টি মামলায় ছয়হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বাসস/সংবাদদাতা/২১৫৫/এমকে