বাসস ক্রীড়া-১১ : ব্ল্যাক ক্যাপসদের বিষয়ে সতর্ক ইংল্যান্ড

243

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-নিউজিল্যান্ড-ইংল্যান্ড-প্রিভিউ
ব্ল্যাক ক্যাপসদের বিষয়ে সতর্ক ইংল্যান্ড
ওয়েলিংটন, ৩০ অক্টোবর ২০১৯ (বাসস/এএফপি) : ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া টি-২০ সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড বিশ্বকাপের প্রতিশোধ নিতে চাইবে বলে মনে করেন ইংলিশ উইকেট রক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
গত জুনে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরের ফাইনালে সুপার ওভারেও টাই থাকলে বাউন্ডারি বিবেচনায় এগিয়ে থেকে ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে শিরোপা জয় করেছিল স্বাগতিক ইংল্যান্ড। ওই ঘটনাটি কিউইরা এখনো মনের মধ্যে পুষে রেখেছে বলে মনে করেন বেয়ারস্টো। বিশ্বকাপের পর দুই দলের প্রথম মোকাবেলায় কিউইরা মেগা ইভেন্টের প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে বলেও মনে করছেন ইংল্যান্ড ব্যাটসম্যান।
ইংলিশ ওই ক্রিকেটার বলেন, ‘লর্ডসের ওই ঘটনা ভুলে যাওয়া কিউইদের জন্য কঠিনই হবে। যে কারণে তাদের সব জ্বালা শুরুতেই মেটানোর চেষ্টা করতে পারে তারা।’
যদিও নিউজিল্যান্ড অতীতের ঘটনাটিকে পেছনে ফেলে আসন্ন টি-২০ বিশ্বকাপের দিকেই পুরোপুরি মনোযোগ দিয়ে অনুপ্রেরণা যোগাতে চায়। আগামী বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ।
কিউই কোচ গ্যারি স্টিড বলেন, ‘আসন্ন বিশ্বকাপের আগে আমাদের হাতে অনেক টি-২০ ম্যাচ আছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের কঠিন এই টি-২০ সিরিজটি হবে গ্রীস্মের আগে ভাল সূচনা।’
পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে কিউই দলের নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি। কুচকির ইনজুরির কারনে সাইডলাইনে রয়েছেন তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। অবশ্য সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থেকেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিমুলক এই সিরিজে খেলতে যাচ্ছে কিউইরা। যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড তাদের চেয়ে চার ধাপ উপরে রয়েছে।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। ইংল্যান্ডও কিউইদের বিপক্ষে এই সিরিজকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির সূচনা হিসেবেই নিয়েছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৯২৫/স্বব