বাসস দেশ-৩৭ : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত স্ট্র্যাটিজিক কমিটির সভা অনুষ্ঠিত

126

বাসস দেশ-৩৭
সভা- স্ট্র্যাটিজিক কমিটি
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত স্ট্র্যাটিজিক কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস) : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত স্ট্র্যাটিজিক কমিটির সভা আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহিদুল হক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, আইন সচিব মোঃ গোলাম সারওয়ার, যুব ও ক্রীড়া সচিব মো: আখতার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এডিশনাল আইজিপি (এসবি), এডিশনাল আইজিপি (প্রশাসন)সহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি ও অনমনীয় মনোভাবের কথা তুলে ধরে দেশব্যাপী মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে দেশব্যাপী জনমনে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার চালানোর জন্য অনুরোধ জানানো হয়।
বাসস/সবি/বিকেডি/কেসি/১৯০৮/এইচএন