বাজিস-৯ : ফেনীতে স্বাভাবিক প্রসূতিসেবা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

165

বাজিস-৯
ফেনী-কর্মশালা
ফেনীতে স্বাভাবিক প্রসূতিসেবা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত
ফেনী, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস): জেলার সোনাগাজী উপজেলায় স্বাভাবিক প্রসুতিসেবা জোরদার করার লক্ষ্যে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার বাজারে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এনামুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা সুলতানার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরউদ্দিন মাহমুদ লিপটন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, ফেনী বিএম এর সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার প্রমুখ।
এর আগে স্থানীয় চাঁন মিয়ার বাজারে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী। এসময় সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮২০/-এমকে