রাজধানীতে জেএমবি’র ২ সদস্য আটক

159

ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতে মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দু’সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।
আটকরা হলেন- শাহজালাল (৩০) ও স্বাধীন (২৮)।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া আজ বাসসকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের কাছ থেকে অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জেএমবির সাথে জড়িত এবং তারা চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে জেএমবি’র প্রচার-প্রচারণাসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করে।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।