বাজিস-৬ : নাটোরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা

181

বাজিস-৬
নাটোর-আলোচনা
নাটোরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা
নাটোর, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস) : দেশের চলমান উন্নয়ন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় ভবিষ্যৎ গন্তব্য বিষয়ে এক আলোচনা সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলার সিংড়া উপজেলা মিলনায়তনে আজ বুধবার বেলা ১২টায় এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।
আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। দারিদ্র্য নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার, নারীর ক্ষমতায়ন, পুষ্টি উন্নয়নসহ সামাজিক, অর্থনৈতিক এবং মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন সূচকে বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ২০০৬ সালের ৪২৭ মার্কিন ডলারের মাথপিছু আয় বেড়ে হয়েছে এক হাজার ৯০৯ ডলার। বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে নি¤œ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পদ্মা বহুমুখী সেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশে ১১টি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় বক্তারা আরো বলেন, এমডিজি’র সফল বাস্তবায়নের গতিধারায় দেশে এসডিজির ১৭টি অভীস্ট লক্ষ্য পূরণের মাধ্যমে টেকসই উন্নয়নের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। সমৃদ্ধির এ সোপানে আগামী বছর কৃতজ্ঞ জাতি পালন করবে মুজিব বর্ষ এবং ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী। উন্নয়নের এ ধারাবাহিক গতিধারায় ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ-যখন সম্ভাব্য মাথাপিছু আয় হবে প্রায় ১৭ হাজার ডলার। বর্তমান সরকার শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নেরও পদক্ষেপ গ্রহণ করেছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান খান। সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত দর্শক উন্নয়ন চলচ্চিত্র এবং তথ্য অফিসের শিল্পিদের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।
বাসস/সংবাদদাতা/১৪১৫/নূসী