বাজিস-৪ : পিরোজপুরে ৬১টি সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ

173

বাজিস-৪
পিরোজপুর- অনুদান প্রদান
পিরোজপুরে ৬১টি সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ
পিরোজপুর, ৩০ অক্টোবর,২০১৯ (বাসস): জেলায় আজ দুপুর ১টায় স্বেচ্ছাসেবী ৬১টি মহিলা সমিতির মাঝে ২০১৮-১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এ চেক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী ৬১টি মহিলা সমিতির নেতৃবৃন্দের মাঝে ১২ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ নাসরিন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মইনুল হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী ও মাহমুদ হোসেন শুকুর, মহিলা বিষয়ক অধিধপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক নুসরাত জাহান, স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের পক্ষে দিলরুবা জাহান ও দিপালী রানী। বক্তারা বলেন, বর্তমান সরকার নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করে পিছিয়ে থাকা নারীদের সমাজে মাথা উঁচুু করে দাঁড়ানোর এবং তাদের ক্ষমতায়নের ব্যবস্থা করেছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার হচ্ছে নারী বান্ধব সরকার। নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে বর্তমান সরকার শুধুমাত্র আইন-ই করেননি, এসকল আইন প্রয়োগ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করছেন। দুস্থ, অস্বচ্ছল, অসহায়, বেকার, স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এ সকল স্বেচ্ছাসেবী মহিলা সমিতি প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে সভায় অবহিত করা হয়।
বাসস/সংবাদদাতা/১৩-২৩/নূসী