বাসস ক্রীড়া-১৫ : ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন লো

340

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-জোয়াকিম লো
ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন লো
মিউনিখ, ২৯ জুন ২০১৮ (বাসস) : দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। তাই বিশ্বকাপ চলাকালীনই দেশে ফিরে যেতে হয়েছে জার্মানদের। দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন কোচ জোয়াকিম লো। দলের পারফরমেন্স হতাশ লো নিজেও। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ের দায় নিজের কাঁধেই তুলে নিলেন লো, ‘এমন বাজে পারফরমেন্সের জন্য কোচ হিসেবে সব দায় আমার। নিজেকেই প্রশ্ন করতে হবে, কেনো আমরা সফল হলাম না বিশ্বকাপে? আবার এই প্রশ্নের উত্তর দ্রুত বের করতে হবে।’
গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে ১-০ গোলের হার দিয়ে ২১তম বিশ্বকাপে যাত্রা শুরু করে জার্মানি। এরপর সুইডেন বিপক্ষে ড্র করতে করতে শেষ মুহূর্তের গোলে জয়ের স্বাদ নেয় মুলার-ক্রুসরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে র‌্যাংকিং-এর ৫৭তম দল দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের শিকার করে আসর থেকে বিদায় নেয় জার্মানি।
বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে গতকাল দেশে ফিরেছে জার্মানি। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছনোর পরে দলের ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন দলের কোচ লো। সব ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিয়ে তিনি বলেন, ‘এমন ব্যর্থতা সত্যিই অনেক বড় হতাশার। গ্রুপ পর্ব থেকে এভাবে বিদায় নেয়াটা এই দলের শোভা পায় না। দল যেভাবেই হারুক না কেন, দায় আমারই। সবকিছুই জন্য আমিই দায়ী।’
যেভাবে জার্মানিদের খেলার প্রয়োজন ছিলো সেভাবে খেলতে পারিনি বলে অকপটে স্বীকার করেন লো, ‘জার্মান দল যে ধরনের ফুটবলের জন্য পুরো বিশ্বে জনপ্রিয়, সেই খেলাটা আমরা মাঠে করে দেখাতে পারিনি। আমাদের অনেক ভুল ছিলো। সেই ভুলগুলোই খুঁেজ বের করতে হবে এবং দ্রুত সমাধান করতে হবে। এ জন্য কিছুটা সময় চাই আমাদের। খুব শিগগিরই আমরা এই ব্যর্থতা নিয়ে আলোচনায় বসবো।’
আলোচনা থেকে দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এমন গুজব সর্বত্র। তবে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সরাসরি কিছুই বলেননি লো। তিনি বলেন, ‘এতো বড় ব্যর্থতার পরে আমাদের ভাবতে হবে, এখন সমাধানের পথ কী হতে পারে। সমাধানের জন্য যা করা দরকার হবে আমরা তাই করবো।’
বাসস/এএমটি/১৮৫০/-স্বব