বাসস ক্রীড়া-১৪ : ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় খুব কষ্ট লাগছে : সাকিব

230

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-সাকিব
ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় খুব কষ্ট লাগছে : সাকিব
ঢাকা, ২৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : ম্যাচ ফিক্সিংয়ের পাওয়া প্রস্তাব দুর্নীতি দমন ইউনিটের কাছে প্রকাশ না করায় বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিজের দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
নিষিদ্ধ হবার পর আজ রাত সোয়া আটটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের অভিমত ব্যক্ত করেন সাকিব। তিনি বলেন, ‘ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় খুব কষ্ট লাগছে। কিন্তু অ্যাপ্রোচের কথা রিপোর্ট না করায় যে শাস্তি পেতে হচ্ছে তা আমি মেনে নিচ্ছি। আইসিসি ও আকসু দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছে তাতে খেলোয়াড়দের বড় ভূমিকা থাকে। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করি এর আগে সরকার, বিসিবি, মিডিয়া এবং দেশের জনগণ যেভাবে আমার পাশে ছিলেন, আগামীতেও সেভাবে আমার পাশে থাকবেন। আমাকে সহায়তা করবেন।পরবর্তীতে আমি আরও স্ট্রং হয়ে ক্রিকেটে ফিরে আসবো।’
সাকিবের সংবাদ সম্মেলনে পাশেই ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমরা হতাশ। এর চেয়ে হতাশার আর কিছুই হতে পারে তা জানা নেই। দলে সাকিব-মাশরাফির কোন বিকল্প নেই। সাকিবের এখন খুবই খারাপ সময় যাচ্ছে। তার পাশে বিসিবি সবসয়ই থাকবে।’
বাসস/এএমটি/২১২৫/-স্বব