বাসস ক্রীড়া-১০ : দুই বছর নিষিদ্ধ সাকিব

177

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-সাকিব
দুই বছর নিষিদ্ধ সাকিব
ঢাকা, ২৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : দুর্নীতি দমন ইউনিটের কাছে জুয়া নিয়ে তথ্য গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিজের দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
আইসিসির দুর্নীতি-বিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আইসিসি’র দুর্নীতি দমন আইনের ২.৪.৪ ধারার অধীনে তিনটি অভিযোগ তোলা হয়েছে।
নিষেধাজ্ঞা শেষে ২০২০ সালের ২৯ অক্টোবর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।
বাসস/এএমটি/১৯৩০/স্বব