বাসস প্রধানমন্ত্রী-৫ : পেঁয়াজ সংকট অস্থায়ী মন্তব্য প্রধানমন্ত্রীর

160

বাসস প্রধানমন্ত্রী-৫
প্রধানমন্ত্রী-পেঁয়াজ
পেঁয়াজ সংকট অস্থায়ী মন্তব্য প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : পেঁয়াজের সংকটকে অস্থায়ী অভিহিত করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।
তিনি বলেন,“এই সংকট অস্থায়ী… উদ্বিগ্ন হওয়ার মত কিছু নয়।” আজারবাইজানে ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান নিয়ে আজ গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের সময় পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ৫৫ হাজার টন পেঁয়াজ দেশে আসছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, কিছু খাবার পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। তিনি আরো বলেন, তাঁর বাসাতেও অনেক আইটেম পেঁয়াজ ছাড়া রান্না হয়।
বাসস/টিএএন/অনু-এএএ/১৮৫৮/কেএমকে