বাসস ক্রীড়া-৯ : পর্তুগাল অনূর্ধ্ব-১৭ নারী দলকে বুট ও প্রেরণামূলক চিঠি রোনালদোর

166

বাসস ক্রীড়া-৯
ফুটবল-রোনালদো-পর্তুগাল-মহিলা
পর্তুগাল অনূর্ধ্ব-১৭ নারী দলকে বুট ও প্রেরণামূলক চিঠি রোনালদোর
ঢাকা, ২৯ অক্টোবর ২০১৯ (বাসস): পর্তুগাল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলারদের পারফর্মেন্সে মুগ্ধ হয়ে তাদেরকে আরো উজ্জীবিত করতে প্রত্যোকের জন্য প্রিয় ব্র্যান্ডের বুট জোড়া উপহার হিসেবে পাঠিয়েছেন দেশটির ফুটবল সুপার স্টার ও জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে পাঠিয়েছেন একটি চিঠি। যেখানে সামনের দিকে এগিয়ে যাবার জন্য ভবিষ্যৎ প্রজন্মের নারী দলকে উৎসাহিত করা হয়েছে।
এস্তোনিয়ায় ২০২০ ইউরো টুর্নামেন্টের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্মেন্স করছে পর্তুগালের বয়স ভিত্তিক নারী ফুটবল দলটি। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে বাছাইয়ের অভিজাত পর্বে চলে গেছে তারা। এই পর্বে ইউক্রেন, জর্জিয়া ও আলবেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আগামী ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এইসব ম্যাচ।
অপরদিকে আগামী বছর ২১ মে থেকে ৬ জুন এস্তোনিয়ায় অনুষ্ঠিত হবে ১৬ দলের অংশগ্রহণে ইউরো ২০২০ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। যার আগেই নতুন প্রজন্মের নারীদের দারুণভাবে উজ্জীবিত করেছেন সিআর সেভেন। মহিলা দলের শিবিরে তিনি পাঠিয়ে দিয়েছেন উপহার সামগ্রীর সঙ্গে একটি চিঠি। যেখানে তিনি উপহার হিসেবে পাঠিয়েছেন প্রত্যোকের জন্য এক জোড়া করে ‘নাইকি মারকিউরিয়াল ড্রিম স্পিড বুট’। যেই বুট পড়ে তিনি নিজে খেলেন।
উপহার সামগ্রির সঙ্গে প্রেরিত চিঠিতে রোনালদো লিখেছেন, ‘আমি মারকিউরিয়াল ড্রিম স্পিড ব্র্যান্ডের বুট তোমাদের জন্য পাঠালাম। আমার প্রত্যাশা এই বুট পায়ে তোমরা হয়তো আমার মতো নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে।’
স্বদেশী কিশোরীদের উজ্জীবিত করতে রোনালদো আরো লিখেছেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন আমার মধ্যে একটি সাধারণ কিন্তু খুবই জোড়ালো একটি স্বপ্ন কাজ করতো। এটা সেই স্বপ্ন নয়, যা তোমরা রাতে ঘুমের সময় দেখো। এটা সেই স্বপ্ন, যা তুমি বাস্তবে পরিণত করতে চাও। যে স্বপ্ন তোমাদের রাতেও ঘুমোতে না দিয়ে জাগিয়ে রাখে।’
সিআর সেভেন আরো লিখেছেন, ‘আমি ছোট থেকেই বিশ্বের সেরা ফুটবলার হতে চাইতাম। সেটাই ছিল আমার স্বপ্ন। যে স্বপ্ন সফল করার জন্য আমি আমার সারা জীবন উৎসর্গ করেছি জিমে, খেলার মাঠে ও অনুশীলনে। স্বপ্ন সফল করার জন্য যা যা করার দরকার, আমি সেগুলোর প্রত্যেকটি করে গেছি। রকানও কমতি রাখিনি। ফাঁকি দিইনি। প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জরুরি কঠোর পরিশ্রম করে সেই স্বপ্নকে সফল করা।’
জুভেন্টাস তারকা বলেন, ‘আমি স্বপ্নকে আত্মস্থ করেছিলাম। আশা করি, তোমরাও তোমাদের স্বপ্নকে সফল করতে পারবে। তাই কোনও দ্বিধা না করে সেই স্বপ্নকে খুঁজে, তা সফল করার চেষ্টা কর। যদি আমি পারি, তা হলে তোমরাও সেটা পারবে বলে আমার বিশ্বাস। উয়েফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ডে যাওয়ার জন্য তোমাদের অভিনন্দন। এখন খেলায় মনোনিবেশ করো। আগামী ম্যাচে জয় ছিনিয়ে আনতেই হবে তোমাদের। আপাতত সে দিকেই নজর দাও। শুভেচ্ছা রইল। নতুন বুট পায়ে খেলা উপভোগ করো। ক্রিস্টিয়ানো রোনালদো।’
সাময়িক বিশ্রামের পর জুভেন্টাসের লীগ ম্যাচের জন্য ফের ডাক পড়েছে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আগামীকাল বুধবার জেনোয়াকে আথিথেয়তা দিবে তালিকার শীর্ষ পয়েন্টধারীরা। গত শনিবার অনুষ্ঠিত লীগ ম্যাচে জুভেন্টাস দলে ছিলেননা রোনালদো। নবাগত লেচ্চের বিপক্ষে ওই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে কোচ মরিজিও সারির শিষ্যরা। এই মৌসুমে জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতার ১০ ম্যাচে অংশ নিয়ে ৫ গোল করেছেন তিনি।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৫০/স্বব