বাসস ক্রীড়া-১২ : রোনাল্ডোকে নিয়ে ট্রাম্প ও পর্তুগাল পেসিডেন্ট সোসার রসিকতা

467

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বিশ্বকাপ-ট্রাম্প-সোসা
রোনাল্ডোকে নিয়ে ট্রাম্প ও পর্তুগাল পেসিডেন্ট সোসার রসিকতা
ওয়াশিংটন, ২৯ জুন ২০১৮ (বাসস) : পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোসা বর্তমানে মার্কিন যুক্তরাস্ট্র সফর করছেন। রাশিয়ায় চলছে ফিফা বিশ্বকাপ। বুধবার রাতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাত করেন সোসা।
কূটনৈতিক আলোচনার আগেই উঠে আসে বিশ্বকাপ ফুটবল-প্রসঙ্গ। প্রসঙ্গের শুরুতেই পর্তুগীজ প্রেসিডেন্ট সোসা বিশ্বকাপে তার নিজ দেশ পর্তুগালের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু বলার জন্য অনুরোধ করেন।
সোসা বলেন, ‘আমি জানতে পেরেছি, বিশ্বকাপ চলাকালীন আপনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফুটবল নিয়ে আলোচনা করবেন। তাঁকে বলবেন পর্তুগাল বিশ্বকাপ খেলছে। এবার বিশ্বকাপ জয়ের আশায় আছি আমরা। আমাদেও দলে বিশ্বের সেরা ফুটবলার আছে।’
সোসার কথা শুনে ট্রাম্প পালটা প্রশ্ন করেন পর্তুগীজ প্রেসিডেন্টকে। ট্রাম্প বলেন, ‘আমিও দেখেছি গ্রুপ পর্বে পর্তুগাল ভাল করেছে। রোনাল্ডোকে আপনার কেমন ফুটবলার বলে মনে হয়?’
ট্রাম্পের প্রশ্নের উত্তরে সোসা বলেন, ‘রোনাল্ডো বিশ্বের সেরা ফুটবলার।’
এ কথা শুনে রসিকতার ভান্ডার খুলে বসেন ট্রাম্প। সোসাকে রসিকতার সুরে ট্রাম্প বলেন, ‘রোনাল্ডো তো বিশ্বের সেরা ফুটবলার, তিনি যদি আপনার বিপক্ষে রাষ্ট্রপতি পদের জন্য ভোটের করেন!!
এ কথা শুনে অবাক দৃষ্টিতে ট্রাম্পের দিকে তাকান সোসা। এরপর রসিকতা করে সোসা বলেন, ‘আমাদের দেশটা আপনাদের মতো নয়, এখানে সবাই ভোটে জিততে পারে না। রোনাল্ডোও জিততে পারবে না। এমনটা হয়তো আপনিও ভালো জানেন।’
বাসস/এএমটি/১৪২০/-স্বব