বাসস দেশ-৬ : মোবাইল কোর্টে সাজা : ৫ কার্যদিবসে সার্টিফায়েড কপি দিতে নির্দেশ

171

বাসস দেশ-৬
আদালত-আদেশ
মোবাইল কোর্টে সাজা : ৫ কার্যদিবসে সার্টিফায়েড কপি দিতে নির্দেশ
ঢাকা, ২৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : মোবাইল কোর্টের দেয়া সাজার বিরুদ্ধে দন্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ৫ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফায়েড কপি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব সদরদপ্তরে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন নামে একজনকে ছয় মাসের সাজা দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কেস রেকর্ডের সার্টিফায়েড কপি পেতে ২৫ সেপ্টেম্বর আবেদন করেন। কিন্তু এক মাসের বেশি পার হলেও তিনি এখনও সার্টিফায়েড কপি পাননি। এ অবস্থায় হাইকোর্টে আবেদনে করেন তিনি।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বল।
বাসস/এএসজি/ডিএ/১৫২২/এমএবি