বাসস বিদেশ-৩ : নির্বাচনে দাঁড়াতে দেয়া হয়নি হংকং গণতন্ত্র কর্মী জোশুয়া উং’কে

181

বাসস বিদেশ-৩
হংকং-রাজনীতি-অস্থিরতা
নির্বাচনে দাঁড়াতে দেয়া হয়নি হংকং গণতন্ত্র কর্মী জোশুয়া উং’কে
হংকং, ২৯ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): হংকং গণতন্ত্র কর্মী জোশুয়া উং মঙ্গলবার বলেছেন, আসন্ন স্থানীয় এক নির্বাচনে তাকে দাঁড়াতে দেয়া হয়নি। স্বায়ত্বশাসিত এ নগরীতে মাসের পর মাস ধরে বিক্ষোভ চলার পর এ কর্মীকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। খবর এএফপি’র।
সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাজনীতির ক্ষেত্রে দেশের কোন নাগরিকের নির্বাচনে দাঁড়ানো তার অধিকার। আমার এ অধিকারের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করায় আমি সরকারের কঠোর নিন্দা জানাচ্ছি।’
বাসস/এমএজেড/১২০৫/এমএবি