লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

405

লক্ষ্মীপুর, ২৯ জুন, ২০১৮ (বাসস) : ‘সাবধানে গাড়ী চালান, নিরাপদে থাকুন’- এ স্লোগানকে সঙ্গে নিয়ে শুক্রবার লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। জেলা বিআরটিএ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেনÑ জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) মো. শফিকুল ইসলাম, লক্ষ্মীপুর শাখার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।
এ সময় বিআরটিএ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, জেলা বিভিন্ন পরিবহন মালিক ও সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে বিআরটিএ ও ট্রাফিক আইন বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।