বাসস দেশ-২৯ : মেননের বক্তব্যের ব্যাখ্যায় সন্তুষ্ট ১৪ দল

249

বাসস দেশ-২৯
মেনন-১৪ দল
মেননের বক্তব্যের ব্যাখ্যায় সন্তুষ্ট ১৪ দল
ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছে ১৪ দল।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসায় ১৪ দলের বৈঠকে বসেন জোট নেতারা। এতে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়ে ১৪ দল যে চিঠি দিয়েছিল, তিনি তার জবাব দিয়েছেন। সেখানে মেনন বলেছেন, তার বক্তব্য খন্ডিতভাবে প্রকাশ করা হয়েছে। যে কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। তার বক্তব্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি দু:খ প্রকাশ করেছেন।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তিদাস প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে রাশেদ খান মেননের চিঠির ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা এবং ভুল বোঝাবুঝি নিরসন করে ১৪ দলের ঐক্য অটুট রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাসস/এএসজি/বিএনএ/২০৪০/-অমি