আন্তর্জাতিক অভিষেক হলো বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামের

563

বরিশাল, ২৮ অক্টোবর ২০১৯ (বাসস) : অবশেষে আন্তর্জাতিক অভিষেক হলো বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামের। বাংলাদেশ-শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ দলের প্রথম চার দিনের ম্যাচের প্রথম দু’দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে তৃতীয় দিন দুপুর ২টায় মাঠে গড়ায় খেলা। ফলে এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেল দক্ষিণ বাংলার এই স্টেডিয়ামটি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। দিনের শেষ সেশনে ৩৬ ওভার খেলা হয়। ৩ উইকেটে ১৫৫ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সোনাল দিনুশা। ৫টি চার ও ১টি ছক্কায় ৬৯ বলে নিজের অনবদ্য ইনিংসটি সাজান তিনি। এছাড়া আহান বিক্রমাসিংহে ৯টি চারে ৫১ বলে ৪৫ রান করেন।
বাংলাদেশের আসাদুল্লাহ গালিব ২৯ রানে ২ উইকেট নেন।
ম্যাচটি দেখতে বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
সফরকারী শ্রীলংকা দলের বিপক্ষে দু’টি চার দিনের এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুই দলের দ্বিতীয় ও চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২ থেকে ৫ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।
খুলনার একই স্টেডিয়ামে আগামী ৯ এবং ১১ নভেম্বর প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-শ্রীলংকা। এরপর সিরিজের শেষ তিনটি ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যথাক্রমে ১৪, ১৭ এবং ১৯ নভেম্বর।