বাসস দেশ-২৫ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাইপ্রাস ইউনিভার্সিটি রেক্টরের সাক্ষাৎ

249

বাসস দেশ-২৫
ঢাবি-তুরস্ক-রেক্টর-সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাইপ্রাস ইউনিভার্সিটি রেক্টরের সাক্ষাৎ
ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৯ (বাসস) : সাইপ্রাস সোস্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ড. মুস্তফা তুমের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
তুরস্কের ইন্টারন্যাশনাল জার্নাল অব এন্ট্রাপ্রিনিউরশিপ এন্ড ম্যানেজমেন্ট ইনকুয়ারিজ-এর সম্পাদক অধ্যাপক ড. হিম্মেত কেরাডাল এবং মার্দিন আরতুকলো ইউনিভার্সিটির অধ্যাপক ড. অসীম সালদামলি এ সময় তার সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্ক ও সাইপ্রাসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, এই প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ আয়োজিত ‘বিজনেস এন্ড ইকোনমিকস’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন।
বাসস/সবি/এমএআর/১৯৫০/-অমি