ঢাবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ উপাচার্যের

243

ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং হলসমূহে খাবারের মান উন্নয়নে গুরুত্বারোপ করেছেন।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি হল প্রশাসনের প্রতি আহ্বান জানান।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে বিভিন্ন হলের গণরুমে যান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্রমান্বয়ে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে।তবে সে অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।