বাসস ক্রীড়া-৩ : ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে পগবা

118

বাসস ক্রীড়া-৩
ফুটবল-পগবা
ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে পগবা
লন্ডন, ২৮ অক্টোবর ২০১৯ (বাসস) : গোঁড়ালির ইনজুরির কারনে আগামী ডিসেম্বর পর্যন্ত মিডফিল্ডার পল পগবাকে হয়ত মাঠের বাইরে থাকতে হতে পারে বলে নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার।
মৌসুমের বেশীরভাগ সময়ই পগবা গোঁড়ালির ইনজুরি ভুগেছেন। চলতি মাসের শুরুতে নতুন করে আবারো ইনজুরি দেখা দেয়। ইউনাইটেডের হয়ে আগের পাঁচটি ম্যাচেও তিনি খেলতে পারেননি।
সুলশার মনে করেন আগামী অন্তত দুই মাস তাকে বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে সম্ভবত চারটি ম্যাচ তিনি মিস করবেন। তবে টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ ম্যাচের আগে তার ফিরে আসার আশা করছেন সুলশার। গতকাল নরউইচ সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর ইউনাইটেড বস বলেছেন, ‘আমার মনে হয়না ডিসেম্বরের আগে তার ফেরা সম্ভব। কিছুদিনের জন্য তাকে বিশ্রামে থাকতেই হচ্ছে। প্রথমে মনে হয়েছিল আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বিরতির আগে তাকে আমরা দলে পাব। কিন্তু এখন মনে হচ্ছে ডিসেম্বরের আগে সম্ভব নয়।’
ইনজুরি সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেও গোঁড়ালির পুরনো ইনজুরির কারনেই পগবা মাঠে ফিরতে পারছেন না বলে ইঙ্গিত দিয়েছেন সুলশার।
বাসস/নীহা/১৬০০/স্বব