বাসস বিদেশ-৬ : অস্ট্রেলিয়ায় বিগত আট বছরের মধ্যে বেশি যৌন হয়রানির ঘটনা ঘটেছে ২০১৭ সালে

178

বাসস বিদেশ-৬
অস্ট্রেলিয়া-যৌন-হয়রানি
অস্ট্রেলিয়ায় বিগত আট বছরের মধ্যে বেশি যৌন হয়রানির ঘটনা ঘটেছে ২০১৭ সালে
ক্যানবেরা, ২৯ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ায় বিগত আট বছরের মধ্যে ২০১৭ সালে সবচেয়ে বেশি যৌন হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে।
সরকারি পরিসংখ্যানে এই তথ্য বের হয়েছে বলে বার্তা সংস্থা সিনহুয়া’র খবরে বলা হয়।
দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্যে বলা হয়, গতবছর ২০১৭ সালে সবচেয়ে বেশি যৌন হযরানির ঘটনা রেকর্ড করা হয়েছে। পূর্ববর্তী বছরগুলোর চেয়ে এই বছরে যৌন হয়রানির ঘটনা ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশটিতে যৌন হয়রানির শিকার প্রতি পাঁচজনের মধ্যে চারজনই নারী এবং যৌন নিপীড়নের শিকার হওয়ায় ২০ হাজার ৫৫৬ জনের মধ্যে ৮২ শতাংশই নারী।
গতবছর পারিবারিক যৌন সহিংসতার শিকার হয়েছে ৮ হাজার ৪০৯ জন।
দেশটির ভিক্টোরিয়াতে সবচেয়ে বেশি ১৩ শতাংশ যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যৌন হয়রানির ঘটনা নিউ সাউথ ওয়েলস এলাকায় ১২ শতাংশ ও কুইন্সল্যান্ডে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাসস/কেকে/১৬২৫/-এমএবি