বাসস দেশ-২৯ : রেলের ডবল লাইন প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে : রেলপথমন্ত্রী

127

বাসস দেশ-২৯
রেলপথমন্ত্রী-আইনের শাসন
রেলের ডবল লাইন প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে : রেলপথমন্ত্রী
জয়পুরহাট, ২৭ অক্টোবর, ২০১৯ (বাসস): রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সারাদেশে রেলের নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে রেলের ডবল লাইন করার প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং পুরোদমে এ প্রকল্পের কাজ চলছে।
নূরুল ইসলাম সূজন আজ বিকেলে জেলা শহরের আইনজীবী ভবন চত্বরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী পরিবার দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নৃপেন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড সামছুল হক দুদু এমপি, জেলা ও দায়রা জর্জ এম এ রব হাওলাদার,সুপ্রীমকোট আপিল বিভাগের সাবেক বিচারপতি শহীদুল ইসলাম ও জেলা প্রশাসক মো. জাকির হোসেন।
নূরুল ইসলাম সূজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আর স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্রের ভিত্তি কখনো মজবুত হয় না। এক্ষেত্রে আইনজীবীদের বিশেষ ভূমিকা রয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৯০০/শআ