বাসস দেশ-২২ : ডিএসসিসির ২১ কাউন্সিলরকে নোটিশ

147
  • বাসস দেশ-২২
    কাউন্সিলর-নোটিশ
    ডিএসসিসির ২১ কাউন্সিলরকে নোটিশ
    ঢাকা, ২৭ অক্টোবর, ২০১৯(বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২১ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সিটি কর্পোরেশন।
    নোটিশ প্রাপ্ত কাউন্সিলরদের মধ্যে সাধারণ ওয়ার্ডের ১৯ ও সংরক্ষিত ওয়ার্ডের দুই নারী কাউন্সিলর রয়েছেন।
    আজ ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাসসকে জানান, গত ২৩ অক্টোবর কাউন্সিলরদের বিরুদ্ধে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। ডিএসসিসি সচিব এতে স্বাক্ষর করেন।
    তিনি জানান, ২৩ অক্টোবর থেকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে কাউন্সিলরদের চিঠির জবাব দিতে বলা হয়েছে নোটিশে। তিন এর বেশি সাধারণ বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে কাউন্সিলরদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়।
    নোটিশ প্রাপ্ত কাউন্সিলররা হলেন- সাধারণ ওয়ার্ড- ৩ নম্বর ওয়ার্ডের মাকসুদ হোসেন মহসিন, ৪ নম্বর ওয়ার্ডের মো. গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের মো. আশরাফুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল বাসিত খান, ১২ নম্বর ওয়ার্ডের গোলাম আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ডের মোস্তবা জামান, ১৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম, ১৮ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিন আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডের মো. তরিকুল ইসলাম সজীব, ২৮ নম্বর ওয়ার্ডের আনোয়ার পারভেজ বাদল, ৩০ নম্বর ওয়ার্ডের মো. হাসান, ৩১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ডের মো. বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্ডের মো. আউয়াল হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ডের ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্ডের মকবুল ইসলাম খান টিপু, ৪১ নম্বর ওয়ার্ডের সরোয়ার হাসান (আলো), ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ডের মো. নাছিম মিয়া। সংরক্ষিত নারী ওয়ার্ডের দুই কাউন্সিলর হলেন- ১৩ নম্বর ওয়ার্ডের রাশিদা পারভিন (মনি) এবং ১৯ নম্বর ওয়ার্ডের মোসা. শিউলি হোসেন।
    বাসস/এমএসএইচ/১৮১২/-জেজেড