কুর্দিবাহিনীর হামলায় তুর্কী সৈন্য নিহত

236

আংকারা, ২৭ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়া সীমান্তে কুর্দি বাহিনীর হামলায় তুরস্কের এক সৈন্য নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ কথা জানায়।
সূত্র মতে, রাস আল আইনে তুরস্কের সৈন্যদের লক্ষ্য করে পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি) ও ওয়াইপিজে (সিরিয়ান কুর্দিশ পিপলস প্রটেকশান ইউনিটস) হামলা চালায়। তুরস্কের সেনারাও পাল্টা হামলা চালায়। তবে এ হামলা ও পাল্টা হামলা কখন হয়েছে সে সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে কিছু বলা হয়নি।
তুরস্ক বলছে, ওয়াইপিজে কালো তালিকভুক্ত পিকেকের সঙ্গে যুক্ত একটি মিলিশিয়া সংগঠন।
পিকেকে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে ১৯৮৪ সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসছে। আংকারা ও এর পশ্চিমা মিত্ররা পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।