বাসস দেশ-৭ : শেখ বোরহানুদ্দীন কলেজের অনিয়ম তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের কমিটি

129

বাসস দেশ-৭
তদন্ত-কমিটি-গঠন
শেখ বোরহানুদ্দীন কলেজের অনিয়ম তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের কমিটি
ঢাকা, ২৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : ঢাকার শেখ বোরহানুদ্দীন কলেজ পরিচালনা সম্পর্কিত বিভিন্ন অনিয়মের অভিযোগপত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ রবিবার এই তদন্ত কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য ও সদস্য সচিব হলেন যথাক্রমে জয়ন্ত ভট্টাচার্য্য, উপ-রেজিস্ট্রার (পরিষদ) ও মো. সিদ্দিকুর রহমান, উপ-রেজিস্ট্রার (আইন)।
কমিটিকে সার্বিক বিষয় তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে।
বাসস/সবি/এমএন/১৫৩৭/এমএবি