বাজিস-৩ : বগুড়ার আদমদীঘিতে পরিত্যক্ত অবস্থায় ৯ টি মাইন ও গ্রেনেড উদ্ধার

135

বাজিস-৩
বগুড়া মাইন উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে পরিত্যক্ত অবস্থায় ৯ টি মাইন ও গ্রেনেড উদ্ধার
বগুড়া, ২৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলার আদমদীঘি উপজেলায় একটি পুকুর পাড়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি মাইন ও ৩টি গ্রেনেড পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় আদমদীঘির রামপুর গ্রামের মছোর নামের পুকুর পাড় থেকে এসব পাওয়া যায়। রাত সাড়ে ৮টায় পুলিশ ওইসব উদ্ধার করেছে।
জানা গেছে, শনিবার বিকেলে কয়েক জন শিশু গ্রামের পশ্চিমে মছোর নামক পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় ইউসুফ (৮) নামের এক শিশু ধান কাটা কাচি দিয়ে ওই পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় এগুলো বের হতে থাকে। একে একে ৯টি মাইন ও গেনেড পায় তারা। বোমাগুলো খেলনা হিসেবে তারা খেলা করার সময় গ্রামবাসি দেখতে পেয়ে তাদের নিকট থেকে বোমা গুলো নিয়ে একটি বালতির পানিতে ডুবিয়ে রেখে থানা পুলিশে খবর দেন। রাত সাড়ে ৮টায় পুলিশ বোমা গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বগুড়ার আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এসব বোমা পরিত্যক্ত বলে মনে হয়েছে। এসবের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে। সম্ভবত এ গুলো মুক্তিযুদ্ধের সময়ের ।
বাসস/সংবাদদাতা/১৩১৫/নূসী