বাসস বিদেশ-৫ : আগ্নেয় ছাইয়ের কারণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বিমানবন্দর বন্ধ ঘোষণা

213

বাসস বিদেশ-৫
বালি-বিমানবন্দর-বন্ধ
আগ্নেয় ছাইয়ের কারণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বিমানবন্দর বন্ধ ঘোষণা
জাকার্তা, ২৯ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ শুক্রবার দেশটির বালি অবকাশ দ্বীপের বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। মাউন্ট অগুং আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া আগ্নেয় ছাইভস্মে আকাশ ছেয়ে যাওয়ায় বাধ্য হয়ে তারা বিমানবন্দটি বন্ধ ঘোষণা করে। এতে ৭৪ হাজারের বেশী পর্যটক সমস্যায় পড়েছে। খবর সিনহুয়ার।
সরকারি এক কর্মকর্তা জানান, জাকার্তা স্থানীয় সময় শুক্রবার রাত ২ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জানান, বিভিন্ন ফ্লাইট অপারেটরের আবেদনের প্রেক্ষিতে যাত্রী ও ফ্লাইটের নিরাপত্তার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান, বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় অভ্যন্তরীণ রুটের মোট ২৩৯ টি ফ্লাইট এবং আন্তর্জাতিক রুটের ২০৭ টি ফ্লাইট ব্যাহত হয়েছে।
মাউন্ট অগুং আগ্নেয়গিরি থেকে বৃহস্পতিবার উদগীরণ শুরু হয়।
বাসস/এমএজেড/১৪৩৫/এমএবি