বাজিস-১ : বরগুনায় ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদন্ড

207

বাজিস-১
বরগুনা-ভুয়া ডাক্তার
বরগুনায় ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদন্ড
বরগুনা, ২৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলার আমতলীতে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম নামে (৪০) একজনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যক্তি বরগুনা উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের আবদুল আজিজ মৃধার ছেলে। শনিবার সন্ধ্যার পরে আমতলীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দন্ডাদেশ দিয়েছেন।
র‌্যাব বরগুনা-পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিন জানিয়েছেন, শহিদুল ইসলাম মহিষকাটা বাজারে চেম্বার দিয়ে নিজেকে মেডিসিন, চর্ম, যৌন, বাতের ব্যাথা, মেরুদন্ড সমস্যা, মা ও শিশু রোগের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মহিষকাটা বাজারের চেম্বার থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এসময় বরগুনা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. ইমদাদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠান।
বাসস/সংবাদদাতা/১০৫৩/নূসী