বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ৫৭তম সভা অনুষ্ঠিত

377

ঢাকা, ২৯ জুন, ২০১৮ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে সিন্ডিকেটের সভাটি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিন্ডিকেট সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান, সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ঢাকা শিক্ষা বিভাগ-এর অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদ-উল-হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম প্রমুখ।
এছাড়াও সিন্ডিকেট এর সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর সভায় উপস্থিত ছিলেন।