বাসস দেশ-১৮ : প্রত্যেক উপজেলা থেকে এক হাজার করে কর্মী বিদেশে পাঠানো হবে : ইমরান আহমদ

148

বাসস দেশ-১৮
সিলেট-বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
প্রত্যেক উপজেলা থেকে এক হাজার করে কর্মী বিদেশে পাঠানো হবে : ইমরান আহমদ
সিলেট, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের প্রত্যেক উপজেলা থেকে এক হাজার করে কর্মী বিদেশে পাঠানো হবে।
তিনি আজ শনিবার দুপুরে সিলেট মহানগরীর পুলিশ লাইন্সে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে’ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ যাওয়ার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘জাপান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর কথা বলে কেউ টাকা চাইলে তাদের কথা শুনবেন না, টাকা দিবেন না।’
তিনি দালাল চক্র সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও সকলের প্রতি আহবান জানান।
ইমরান আহমদ বলেন, ‘বিদেশ যাওয়ার জন্য গরীব মানুষরা তাদের ভিটেমাটি বিক্রি করে দালালের মাধ্যমে টাকা দিয়ে থাকেন। এতে কেউ-কেউ বিদেশে যেতে পারলেও অনেকে যেতে পারেন না। আবার যারা বিদেশে পাড়ি জমান তাদের অনেকেরই ভাগ্যের পরিবর্তন হয় না। এমনকি অনেকের দেশে ফেরার টাকা পর্যন্ত থাকে না।’
দেশের যুব সমাজকে ধ্বংস করছে মাদক। মাদকের সাথে দুর্নীতিও একটি বড় ব্যাধি উল্লেখ করেন তিনি। কারা, কোথায়, কিভাবে দুর্নীতি করছে তা পুলিশকে জানানোর আহবান জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ জানলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ইমরান আহমদ উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি আশা করি পুলিশ তাদের পোশাকের সঠিক ব্যবহার করবেন। গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখা পুলিশসহ সবার দায়িত্ব।’
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/মআম/জেডআরএম/১৮০৫/-এএএ