বাসস দেশ-১১ : আওয়ামী লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির বিশেষ সভা কাল

131

বাসস দেশ-১১
আওয়ামী লীগ-অর্থ উপ-কমিটি
আওয়ামী লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির বিশেষ সভা কাল
ঢাকা, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির এক বিশেষ সভা আগামীকাল সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত সকল উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা এতে উপস্থিত থাকবেন।
অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বাসস/সবি/কেসি/১৭০৫/-আরজি