বাসস দেশ-১০ : ফজলুল হকের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা অনুসরণীয় হয়ে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

151

বাসস দেশ-১০
রেজাউল-ফজলুল হক-জন্মবার্ষিকী
ফজলুল হকের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা অনুসরণীয় হয়ে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
ঢাকা, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস): গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, শেরে বাংলা ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের কাছে অনুসরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, তার স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকতাবোধ সৃষ্টিতে তার অসামান্য অবদানের কথা এ দেশের মানুষের মন থেকে কোনোদিনই বিস্মৃত হবে না।
আজ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে
মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বরিশাল বিভাগ সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক এ.এ. জলিলের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আবুল কাশেম, এনডিপি’র মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বরিশাল বিভাগ সমিতির যগ্ম সাধারণ সম্পাদক নেতা আ স ম মোস্তফা কামাল প্রমুখ।
অন্যদিকে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা ও সভার আয়োজন করা হয়।
আজ সংগঠনের গুলশান কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন জোটের সহ সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা রোজিনা, অরুনা বিশ^াস, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়িকা শাহনুর, কন্ঠশিল্পী এস. ডি রুবেল প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৬৫৫/জেহক