বাসস ক্রীড়া-৪ : বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় স্তরের প্রথম দিনের ম্যাচ

116

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-এনসিএল
বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় স্তরের প্রথম দিনের ম্যাচ
রাজশাহী, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারনে পরিত্যক্ত হয়ে গেল ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের দু’টি ম্যাচের প্রথম দিনের খেলা। আজ থেকে এনসিএল-এর তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়। দ্বিতীয় স্তরে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগ-ঢাকা মেট্রো এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগের ম্যাচের সূচি রয়েছে। তবে বৃষ্টির কারণে দু’টি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়। এমনকি টস করাও সম্ভব হয়নি।
অবশ্য গত বৃহস্পতিবার এনসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিলো। কিন্তু বেতন-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবীতে আন্দোলন-ধর্মঘটের ডাক দিয়েছিলো ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি তৃতীয় রাউন্ডের ম্যাচ। তাই দু’দিন পিছিয়ে যায় তৃতীয় রাউন্ডের খেলা।
দ্বিতীয় স্তরের দু’টি ম্যাচ পরিত্যক্ত হলেও, প্রথম স্তরের দু’টি ম্যাচ ঠিকই শুরু হয়েছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে খুলনা বিভাগ-ঢাকা বিভাগ এবং একই ভেন্যুর একাডেমি মাঠে মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ-রংপুর বিভাগ।
বাসস/এএমটি/১৬২০/স্বব