বাসস দেশ-৭ : ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন ॥ ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারীর মৃত্যু

154

বাসস দেশ-৭
অগ্নিকান্ড-নিহত
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন ॥ ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারীর মৃত্যু
ঢাকা, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস): রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে অজ্ঞাত (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে।
এছাড়া শাহেদা (১২) নামে এক শিশু ও অপর এক নারী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে প্রেরণ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার এ তথ্য জানান।
তিনি বলেন,শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৬/এ রোডের ৫৫ নম্বর হোল্ডিংয়ের ১২তলা ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি। নিহত ওই নারী ভবনের চারতলায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় আহত তিনজনের মধ্যে একজন বয়স্ক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। তিনি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর শিশু শাহেদাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৬০০/এমএবি