বাসস দেশ-৪ : প্রধান নদ নদীর পানি সমতল বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে

130

বাসস দেশ-৪
নদ নদী পরিস্থিতি
প্রধান নদ নদীর পানি সমতল বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে
ঢাকা, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : দেশের নদ নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতীয় প্রদেশসমূহের কিছু স্থানে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯ টা পর্যন্ত দেশের পর্যবেক্ষণাধীন ৯৩ টি পানি সমতল স্টেশনের তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘন্টায় পানি সমতল বৃদ্ধি পেয়েছে ৫০ টি স্টেশনের,পানি সমতল হ্রাস পেয়েছে ৩৫ টি’র এবং পানি সমতল অপরিবর্তিত রয়েছে ৬ টি স্টেশনের। ২ টি স্টেশনের তথ্য পাওয়া যায়নি ।
আগামী ২৪ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে এবং অন্যদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে জামালপুরে ১২৪ মিলিমিটার,বগুড়ায় ১১৫ মিলিমিটার,সিরাজগঞ্জে ১০৮ মিলিমিটার, নাকুয়াগাঁওয়ে ৯৫ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৪১০/এমএবি