বাসস বিদেশ-৩ : যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া সামরিক মহড়া স্থগিত করা সত্ত্বে ‘কঠোর প্রতিরক্ষা অবস্থানের’ প্রতিশ্রুতি ম্যাটিসের

157

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া-উ.কোরিয়া
যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া সামরিক মহড়া স্থগিত করা সত্ত্বে ‘কঠোর প্রতিরক্ষা অবস্থানের’ প্রতিশ্রুতি ম্যাটিসের
টোকিও, ২৯ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস শুক্রবার বলেছেন, উত্তর কোরিয়ার সাথে আলোচনা চলার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সাথে একটি যৌথ সামরিক মহড়া স্থগিত করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র দেশগুলোর সাথে ওয়াশিংটন ‘কঠোর’ প্রতিরক্ষা অবস্থান বজায় রাখবে। খবর এএফপি’র।
আঞ্চলিক সফরের তৃতীয় ধাপে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর ম্যাটিস বলেন, এ অঞ্চলে ‘আমাদের মিত্র দেশগুলোর প্রতি আমরা সহযোগিতামূলক কঠোর প্রতিরক্ষা অবস্থান বজায় রেখেছি।’
বাসস/এমএজেড/১২১০/এমএবি