হবিগঞ্জে ২৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে

219

হবিগঞ্জ, ২৫ অক্টোবর, ২০১৯ (বাসস): জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শিগগিরই ৩৩/১১ কেভি নতুন বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে। এজন্য ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা।
আজ শুক্রবার নির্মিতব্য উপকেন্দ্রের স্থান পরিদর্শন করেন বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
এ সময় প্রকল্প পরিচালক কে.এম. নাজিমউদ্দিন, হবিগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা খাতুনসহ সংশ্লিষ্ট রকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় পিডিবি’র নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ জানান, হবিগঞ্জ শহরে বর্তমানে ৬টি ফিডার রয়েছে। নতুন এ উপকেন্দ্রটির নির্মানকাজ সম্পন্ন হলে ৬টি ফিডারের সাথে যোগ হবে আরো ৮টি ফিডার। ফলে ‘লো ভোল্টেজ’ সমস্যার সমাধাণসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।
তিনি আরও জানান, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ উপকেন্দ্রটির নির্মানকা একবছরের মধ্যেই সম্পন্ন হবে।
পরিদর্শনকালে সংসদ সদস্য আবু জাহির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ৯৫ শতাংশ পরিবারের জন্য বিদ্যুৎসেবা নিশ্চিত করেছে। হবিগঞ্জ শহরবাসীর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এ উপকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।’