বাসস দেশ-১৫ : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক বাস চালক নিহত

104

বাসস দেশ-১৫
দুর্ঘটনা-নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক বাস চালক নিহত
ঢাকা, ২৫ অক্টোবর, ২০১৯ (বাসস): রাজধানীর রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন নামে এক বাস চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বাস চালক ভোলার বোরহানউদ্দিন থানার ছোটমানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি ঢাকায় বাড্ডার আফতাব নগরে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া আজ বাসসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর কুমার বলেন, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে বাসা থেকে বের হয়ে রামপুরা ব্রিজের পাশ দিয়ে রাস্তাপারাপার হওয়ার সময় বাসের চাপায় গুরুতর আহত হন আমির হোসেন ।
খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আজ ভোর ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই দীপংকর বলেন, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। তবে খোঁজ-খবর নেয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৭৫০/কেকে