বাসস বিদেশ-২ : ইইউ নেতারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ৬ মাস বাড়িয়েছে

387

বাসস বিদেশ-২
ইইউ-রাশিয়া-নিষেধাজ্ঞা
ইইউ নেতারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ৬ মাস বাড়িয়েছে
ব্রাসেলস, ২৯ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ইউক্রেনে সংঘাত প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ছয় মাস বাড়ানোর ব্যাপারে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা সম্মত হয়েছেন। ইইউ’র এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ২৮ নেতার বেঠকে এই ইস্যুতে ‘খুব সংক্ষিপ্ত আলোচনা’ করা হয়। এ সংক্রান্ত আলোচনায় নেতারা রাশিয়ার বিরুদ্ধে আরো ছয় মাস নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে মতামত দেন।
উল্লেখ্য, ইউক্রেন সংঘাতে রাশিয়া যুক্ত থাকায় ২০১৪ সালের জুলাইয়ে প্রথম মস্কোর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বাসস/এমএজেড/১১১৫/এমএবি