বাসস বিদেশ-৫ : যুক্তরাজ্যে ট্রাক থেকে ৩৯ মৃতদেহ উদ্ধার

141

বাসস বিদেশ-৫
যুক্তরাজ্য-মৃতদেহ-চীন
যুক্তরাজ্যে ট্রাক থেকে ৩৯ মৃতদেহ উদ্ধার
গ্রেস (যুক্তরাজ্য) ২৫ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লন্ডনের কাছে একটি ট্রাকে ৩৯ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃতরা চীনের নাগরিক। এ ঘটনা দেশটি ভয়াবহ নিষ্ঠুর মানব পাচারের ঘটনা হিসেবে ঝড় তুলেছে।
জরুরি উদ্ধারকর্মীরা বুধবার ভোরে লন্ডনের পূর্বদিকে এক শিল্পাঞ্চলে পার্ক করা একটি ট্রাক থেকে এসব মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহগুলো একটি রেফ্রিজারেটর কনটেইনারে রাখা ছিল। এর অল্প কিছুক্ষণ আগে ট্রাকটি এক ফেরি যোগে বেলজিয়াম থেকে সেখানে এসে পৌঁছায়। খবর এএফপি’র।
পুলিশ এ ঘটনাকে গত এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ধরণের হত্যাকান্ড হিসেবে বর্ণনা করেছে। প্রধানমন্ত্রী বোরিস জনসন এ ঘটনাকে ‘অকল্পনীয় ট্রাজেডি’ বলে উল্লেখ করেন।
স্থানীয় পুলিশ ট্রাক চালককে খুনি সন্দেহে আটক করেছে। পুলিশ জানায়, মৃতদের মধ্যে ৮ জন নারী ও ৩১ জন পুরুষ।
অ্যাসেক্স পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ‘তারা সবাই চীনের নাগরিক।’
তবে লন্ডনে চীন দুতাবাস শুক্রবার বলেছে, ব্রিটিশ পুলিশ এখনো তাদের নাগরিকত্ব সনাক্ত করতে পারেনি, এর এক দিন আগে এক কনস্যুলার কর্মকর্তা অ্যাসেক্স সফর করেন।
বাসস/ অনু- জেজেড/১৪৫৫/এমএসআই