বাসস দেশ-৪ : ফেনী সীমান্তে তিন নাইজেরিয়ান নাগরিক আটক

143

বাসস দেশ-৪
ফেনী সীমান্ত-নাইজেরিয়ান-আটক
ফেনী সীমান্তে তিন নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনী, ২৫ অক্টোবর, ২০১৯ (বাসস): ফেনী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হচ্ছে-সানডে ইবোনাদি এডউইন, কিংসলে চিন্ডু নওকোরি ও লোটান্না স্যামুয়েল এ্যানিকিউই। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: নাহিদুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ফেনী ৪বিজিবি’র টহলদল জেলার ফুলগাজীর খেজুরিয়া বিওপির সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশকালে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করে।
বিজিবি জানায়, আটককৃতদের কাছে ভারতীয় কোন প্রকার ভিসা বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া তাদের কাছে আসল পাসপোর্ট পাওয়া যায়নি। তাদের কাছ থেকে ১৩ হাজার ভারতীয় রুপী, ১শ ডলার, ১টি ল্যাপটপ ও ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করে বিজিবি।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৪৪৫/এমএবি