বাসস রাষ্ট্রপতি-১ : জাপানের হ্যাকোনি লেকে রাষ্ট্রপতির নৌবিহার

509

বাসস রাষ্ট্রপতি-১
জাপান-নৌ ভ্রমণ
জাপানের হ্যাকোনি লেকে রাষ্ট্রপতির নৌবিহার
হ্যাকোনি, জাপান, ২৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ তাঁর জাপান সফরের শেষ দিন আজ ইঞ্জিনচালিত নৌকায় সেদেশের হ্যাকোনি লেক পরিদর্শন করেছেন। তিনি বর্তমানে জাপান ও সিঙ্গাপুর সফরে রয়েছেন।
রাষ্ট্রপতির পতœী রাশিদা খানমসহ তাঁর সফরসঙ্গীদের মধ্যে মো. আফজাল হোসেন এমপি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা,রাষ্ট্রপতির সচিব শ্যামপদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল শামিম উজ জামান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পদস্থ কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। তিনি আজ বিকেলে সুদৃশ্য পর্বত ঘেরা এই লেকে নৌবিহার উপভোগ করেন।
রাজধানী টোকিও’র পশ্চিমে দেশটির ফুজি হ্যাকোনি ইজু ন্যাশনাল পার্কে এই লেকটি অবস্থিত। পাবর্ত্য শহর হ্যাকোনি বসন্তকালীন রিসোর্টের জন্য খুবই পরিচিত।
রাষ্ট্রপতি লেক ভ্রমনে সন্তোষ প্রকাশ করেন এবং বঙ্গভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা এবং তাঁর প্রেস টীমের সদস্যদের সঙ্গে ফটো সেশন করেন।
রাষ্ট্রপতি তার আটদিনের সরকারি সফরের অংশ হিসেবে আগামীকাল ঢাকার পথে সিঙ্গাপুর যাবেন। তিনি সিঙ্গপুরে দু’দিন যাত্রাবিরতি করবেন। আগামী ২৭ অক্টোবর তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
বাসস/এসআইআর/অমি/২০৫৫/-কেএমকে