বাসস ক্রীড়া-১০ : বিপিএলে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন সাইফুদ্দিন

286

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-সাইফুদ্দিন-ব্যাটসম্যান
বিপিএলে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন সাইফুদ্দিন
ঢাকা, ২৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : পিঠের ইনজুরির কারণে তিন মাসের জন্য সাইডলাইনে চলে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস অল রাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে আসন্ন বিপিএল।
আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে সাইফুদ্দিনের অংশগ্রহন প্রসঙ্গে বিসিবির প্রধান ফিজিসিয়ান ডা. দেশীষ চৌধুরী বলেন, এখনকার মত সুস্থতার ধারায় থাকলে তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে বিপিএলে অংশগ্রহনের সুযোগ দেয়া যেতে পারে।
এই মুহূর্তে সাইফুদ্দিন শুধুমাত্র বোলিংয়ের সময় ব্যাথা অনুভব করছেন। তার অবস্থার জটিলতার করাণে বিসিবি তাকে বায়োক্যামিক্যাল পরীক্ষা করানোর কথা ভাবছে। আপাতত তিন মাসের জন্য সাইফুদ্দিনকে বোলিং ও দৌঁড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
ডা. চৌধুরী বলেন, ‘এই ধরনের ইনজুরির একমাত্র চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ বিশ্রাম নেয়া। পরবর্তী দুই থেকে তিন মাস তিনি দৌঁড়াতে ও বল করতে পারবেন না। গোটা নভেম্বর মাস জুড়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদি প্রত্যাশিত ভাবে সুস্থতার পথে এগিয়ে যেতে পারেন, তাহলে ডিসেম্বরে নেটে ব্যাটিং অনুশীলন করতে পারবেন তিনি।’
বিসিবির এই প্রধান ফিজিসিয়ান বলেন, ডিসেম্বরে শুরু হচ্ছে বিপিএল। আমরা যদি দেখি কোন রকম সমস্যা ছাড়া তিনি ব্যাট করতে পারছেন, তাহলে তিনি হয়তো সেখানে খেলতে পারবেন। তবে সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’
দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলতে না পারায় হতাশ হলেও এই প্রক্রিয়ার জন্য খুশি সাইফুদ্দিন। এটি ক্রিকেটিয় জীবনের একটি অংশ হিসেবেই ধরে নিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে থাকাটা সত্যিই হতাশার। কিন্তু এটি ক্রিকেটিয় জীবনের একটি অংশ। আমার প্রধান লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব নিজেকে ফিট করে তোলা।’
এই ইনজুরির কারণে ইতোমধ্যে ভারত সফরকারী বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন এই পেস অলরাউন্ডার।
বাসস/এমএইচসি/১৯৫০/-স্বব