বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান

331

সারানস্ক (রাশিয়া), ২৯ জুন ২০১৮ (বাসস) : গতরাতে শেষ হলো ২১তম ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। ৮টি গ্রুপে চারটি করে দল অংশ নিয়েছে এবারের আসরে। গ্রুপ পর্ব শেষে ১৬টি গেল প্রি-কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বাকি ১৬টি দল বিদায় নিলো। গ্রুপ পর্বে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যানের দিকে চোখ বুলানো যাক।
সর্বোচ্চ উপস্থিতি : রাশিয়া-সৌদি আরব ম্যাচে (৭৮,০১১ জন দর্শক)।
সর্বনি¤œ উপস্থিতি : মিশর-উরুগুয়ে ম্যাচে (২৭,০১৫ জন দর্শক)।
বড় ব্যবধানে জয় : ইংল্যান্ড ৬-১ গোলে হারায় পানামাকে।
এক ম্যাচে সবচেয়ে বেশি গোল : ৭টি (ইংল্যান্ড-পানামা এবং বেলজিয়াম-তিউনিশিয়া)।
সর্বোচ্চ গোলদাতা: হ্যারি কেন (ইংল্যান্ড) ৫টি।
লাল কার্ড : ৩টি।
হলুদ কার্ড : ৬০টি।
আসরের মোট গোল : ১২২টি।
ম্যাচ প্রতি গোলের গড় : ২.৫৪।
হ্যাট্টিক : ২টি (পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও ইংল্যান্ডের হ্যারি কেন)।
সর্বোচ্চ দলীয় গোল : বেলজিয়াম।
সর্বোচ্চ আক্রমণকারী দল : জার্মানি (২৫২টি)।
সর্বোচ্চ পাস: স্পেন (২০৮৯টি)।
সবচেয়ে বেশি পাস(ব্যক্তিগত) : টনি ক্রুস (জার্মানি) (৩১০টি)।
বেশি সেভ: গিলর্মো ওচোয়া (মেক্সিকো) (১৭টি)।