বাসস দেশ-২২ : সম্রাটকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ

115

বাসস দেশ-২২
সম্রাট-কারাগার
সম্রাটকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ
ঢাকা, ২৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ১০ দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৫ অক্টোবর অস্ত্র ও মাদক সংক্রান্ত দু’টি মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে গত ৭ অক্টোবর রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনের মামলায় তার ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করে।
র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদি হয়ে রমনা মডেল থানায় এ মামলা দুটি দায়ের করেন। এর মধ্যে মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও আসামি করা হয়।
৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকোরা ইউনিয়নের কুঞ্জ শ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব।
বাসস/সংবাদদাতা/অনু-এএএ/১৮৪৮/এইচএন