বাসস দেশ-১৭ : ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ শুরু

132

বাসস দেশ-১৭
ইস্ট ওয়েস্ট-মিডিয়া সপ্তাহ
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ শুরু
ঢাকা, ২৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ।’
জাতিসংঘের সংস্থা ইউনেস্কো প্রতিবছর অক্টোবর মাসের ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ সপ্তাহ পালন করে থাকে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধনী সেমিনারের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউনেস্কোর বাংলাদেশ প্রধান বেট্রিচ কালডন।
সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেমিনারে সাম্প্রতিক ঘটনাগুলোর উদাহরণ দিয়ে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তথ্যের সঠিক ব্যবহারে ফেনীর আলোচিত নুসরাত হত্যাকারীদের উপযুক্ত সাজা হয়েছে। আবার অপব্যবহারে অনেক দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটছে।
সেজন্য তারা তথ্যের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা অংশ নেন।
বাসস/সবি/জেডআরএম/১৮১৮/-আসাচৌ